১। রাজাই মন্ডল জমিদার বাড়ি পুকুর,আতাইকুলা।
শত বছরের কাল পরিক্রমায় আতাইকুলা ইউনিয়নে অবস্হিত শিমুলচড়া গ্রামে রাজাই মন্ডল জমিদার বাড়ী অবস্হিত।
যাতায়াতঃ আতাইকুলা বাজার হইতে রাজাই মন্ডল বাসস্ট্যান্ডে গিয়ে ১০০গজ উত্তর দিকে অবস্হিত।
গেইট থেকে সিএনজি/ রিক্সা যোগে ওয়াহেদপুর বাজারে আসা যায়।
ভাড়ার হার- ৫ -১০ টাকা। (জনপ্রতি)
২।আব্দুল হাই পীর কেবলার দরগাহ শরীফ
মৃত আব্দুল হাই পীরকেবলা সাহেব ইসলাম প্রচারের জন্য আতাইকুলা ইউনিয়নের চড়াডাঙ্গা নামক স্হানে তাহার অনুসারীদের নিয়ে ইসলাম প্রচার করে। প্রতি বছর এই মাজারে বিভিন্ন বার্ষিক ওরশ ও মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। বর্তমানে এখানে একটি এতিমখানা সহ মাজার উন্নয়নের কাজ চলতেছে।
যাতায়াত - আতাইকুলা বাজার থেকে ৪ কিঃমিঃ পশ্চিমে অবস্হিত আব্দুল হাই পীরকেবলা দরগাহ যায়।
ভাড়ার হার- ৫ -১০ টাকা। (জনপ্রতি)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS